সময়রেখা: সেন্টমার্টিনে চলাচলকারী নৌযানে আরাকান আর্মির গুলি

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১১:২০ এএম

সময়রেখা: সেন্টমার্টিনে চলাচলকারী নৌযানে আরাকান আর্মির গুলি

ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন স্থানে বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠে দুটি বালুচর। এই দুই বালুচরের জন্য ভাটার সময় সেন্টমার্টিনে চলাচল করা যাত্রী ও পণ্যবাহী নৌযানগুলো দীর্ঘদিন ধরে সাগরের ভেতর মিয়ানমারের একটি অংশ ব্যবহার করে আসছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ের কারণে এই চলাচলকে কেন্দ্র করে এর আগে কখনও বাধা দেখা যায়নি। কিন্তু সম্প্রতি মিয়ানমারের এই অঞ্চল দখলে নেওয়ার পর থেকে সৃষ্ট সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে আরাকান আর্মি। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের সেন্টমার্টিনগামী ট্রলার ও নৌযানগুলো লক্ষ্য করে গুলিবর্ষণ করছে আরাকান আর্মি। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাণিজ্যিক ট্রলার ও স্পিড বোট চলাচল সাময়িক স্থগিত করার কারণে সেন্টমার্টিনের বাসিন্দারা পড়েছেন খাদ্য সংকটে। বিষয়টি নজর এড়ায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদেরও। চলছে আলোচনা-সমালোচনা।

সেন্টমার্টিনে চলাচল করতে গিয়ে সম্প্রতি ঘটে যাওয়া গোলাগুলির ঘটনা নিম্নে বর্ণনা করা হলো-

১ জুন: বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ পৌরসভার নৌকা ঘাট থেকে একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে মুদি দোকানের মালামাল ও ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে নাইক্ষ্যাদিয়া খাল এলাকা পার হওয়ার সময় ট্রলারটিকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিকেল পাঁচটা ৫৫ মিনিটে ট্রলারটি নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে।

৫ জুন: সেন্টমার্টিনের জিঞ্জিরায় স্থগিত করা একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ফল নির্ধারণের জন্য নির্বাচন হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাফকাত আলীর নেতৃত্বে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ২৭ জন সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে মেটাল শার্ক ও কাঠের বোটযোগে টেকনাফ ফিরছিলেন। পথে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নাইক্ষাংদিয়া চর এলাকা পার করার সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু শহরের মেগিচং এলাকা থেকে গুলিবর্ষণ করে আরাকান আর্মি। এতে মেটাল শার্কে ২ ও কাঠের বোটে ৪ রাউন্ড গুলি এসে লাগে। বোট ও মেটাল শার্ক দুটিই নিরাপদে টেকনাফ কোস্টগার্ডের বোটপুলে ফিরে আসতে সমর্থ হয়।

৮ জুন: নাইক্ষ্যংদিয়া খাল সীমান্তে নাফ নদীর মোহনায় বেলা ১২টার দিকে দুটি কাঠের ট্রলার, টেকনাফ পৌরসভার কাউকখালী ঘাট থেকে সিমেন্ট, রড ও ছয়জন যাত্রী নিয়ে নৌকাযোগে সেন্টমার্টিনের উদ্দেশে যাওয়ার পথে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু শহরের মেগিচং ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে আরাকান আর্মি ১৫-২০ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে ট্রলার দুটি বেলা ১২টা ২৫ মিনিটে শাহপরীরদ্বীপ জেটিঘাটে ফিরে আসে। এতে একটি ট্রলারে ৭ রাউন্ড গুলি লাগে। তবে এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

১১ জুন: টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারচরের উল্টোদিকে সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া খাল সীমান্তে নাফ নদীর মোহনা হয়ে একটি স্পিড বোটযোগে সেন্টমার্টিনের পাঁচজন স্থানীয় বাঙালি শাহপরীরদ্বীপ জেটি থেকে সেন্টমার্টিনে যাচ্ছিলেন। পথে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু শহরের মেগিচং বিজিপি ক্যাম্পের ওয়াচ টাওয়ার এলাকা থেকে আরাকান আর্মি স্পিড বোটটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোনোমতে জীবন বাঁচিয়ে বেলা ১১টার দিকে স্পিড বোটটি সেন্টমার্টিনে পৌঁছে।

Link copied!