আড়াইহাজারে সংঘর্ষ আহত হয়ে পুলিশ সদস্যসহ ৩ জন ঢামেকে

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৩, ০৬:২৯ পিএম

আড়াইহাজারে সংঘর্ষ আহত হয়ে পুলিশ সদস্যসহ ৩ জন ঢামেকে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় অবোরধ চলাকালে লাঠির আঘাতে এক পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান,  তার মাথায় ও ডান হাতে আঘাত আছে। এছাড়া আরও দুইজন চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক বিএনপি নেতাকর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। লাঠিসোটা হাতে দফায় দফায় মিছিল করেন তারা।

অবরোধ চলাকালে লাঠির আঘাতে আহত হন আড়াইহাজার থানার কনস্টেবল নুরুল হক (৫০)। বাকি দুজন আড়াইাজার থানার সাতগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতী লীগের সাবেক সহসভাপতি আল আমিন চৌধুরি (৩৫)।

আহত ওই পুলিশ সদস্যকে ঢামেকে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য আমিনুর রহমান জানান, সকালে আড়াইহাজার পাঁচরুখি এলাকায় আবোধের ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা। এসময় পুলিশের সাথে  ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

তখন নুরুল হকসহ আরও এক পুলিশ সদস্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় ৪ জায়গায় ফেটে যায়। আহত অবস্থায় দুজনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত আলআমিন বলেন, “আজ সকালে পাঁচরুখি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং রাস্তা বন্ধ করে টায়ারে আগুন দেয়। 

এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। আমরাও পুলিশের সাথে এক হয়ে তাদের ধাওয়া দেই। সেখান থেকে নাজমুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমার পায়ে আঘাত লাগে।”


 

Link copied!