বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া শেষ হবে ছয় মাসের মধ্যে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৩, ০৩:৩১ এএম

বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া শেষ হবে ছয় মাসের মধ্যে

সংগৃহীত ছবি

নতুন ভিসানীতি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম।

রবিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

খুরশিদ আলম বলেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।

এছাড়াও মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

পাকিস্তান সফর শেষে শনিবার রাতে রেনা বিটার ঢাকায় পৌঁছান। পরে রবিবার সকালে তিনি ঢাকায় মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সাথে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

২ অক্টোবর এ সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Link copied!