নির্বাচন নিয়ে উদ্বেগ থাকার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ না করা নয় : যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০২:১৫ পিএম

নির্বাচন নিয়ে উদ্বেগ থাকার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ না করা নয় : যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের উদ্বেগের ক্ষেত্র এবং যেসব অগ্রাধিকার নিয়ে আমরা সহযোগিতায় বিশ্বাস করি— উভয় বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার দায় আমাদের নেই। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এসব কথা বলেন। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের সর্বশেষ প্রেসনোটে যেমনটা তিনি দেখেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাজ করাটা কীভাবে সম্ভব?

জবাবে মিলার বলেন, তিনি বলবেন যে সারা বিশ্বেই যুক্তরাষ্ট্রের এ ধরনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁরা বাংলাদেশে দমন–পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; তার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেই। যেসব ক্ষেত্র নিয়ে উদ্বেগ আছে, সেগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আছে। আবার যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বলে মনে করে, অভিন্ন স্বার্থ আছে বলে মনে করে, সে ক্ষেত্রগুলোতেও কাজ করার দায়িত্ব আছে।

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়।

Link copied!