এপ্রিল ২৭, ২০২৪, ০৫:২৬ পিএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডান-প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল ২৫ এপ্রিল। মোহামেডানের আবু হায়দার রনি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটি ক্যাচ নেন বাউন্ডারি লাইনে। তবে সেসময় জুতোর টাচ লেগেছে এমন মনে হয়েছে। আম্পায়ার আউট দেন মুশফিককে। মুশফিক অসন্তোষ জানান। অধিনায়ক তামিমও মাঠের বাইরে বোঝানোর চেষ্টা করেন।
এরপর এখন জানা গেছে, মোহামেডানের অফিসিয়াল ও খেলোয়াড় নারী আম্পায়ার জেসির ওপর নাখোশ। তাদের দাবি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সিনিয়র আম্পায়ার রাখা যেতো।
মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন,‘ আমরা জেসির বিপক্ষে কোনোরকম আপত্তি উত্থাপন করিনি। প্রাইম ব্যাংকের সাথে আমাদের বিগ এন্ড ভাইটাল ম্যাচ। জেসি এ বছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছে। এখানে ছেলে ও মেয়ে বিভাজন করিনি আমরা। আমরা চিন্তা করেছি মোহামেডান ও প্রাইম ব্যাংক বিগ ম্যাচ। জেসির প্রথম বছর, সে এত বড় ম্যাচের উত্তেজনার সাথে তাল মেলাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিল আমাদের। সে নারী বলে আমরা তাকে আম্পায়ার মানতে চাইনি, এমন নয়।’