থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২৪, ১২:৪৬ পিএম

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলের দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

আজ শুক্রবার সকালে শীর্ষ এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটনসহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা।

শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গভর্নমেন্ট হাউজে পৌঁছালে থাই প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। সেখানে থাই কুহ ফাহ বিল্ডিংয়ের সামনের লনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলের দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গভর্নমেন্ট হাউসের অতিথি বইয়ে সই করার আগে স্রেথা থাভিসিন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

গভর্নমেন্ট হাউজ ত্যাগ করার আগে শেখ হাসিনা সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে বুধবার ব্যাংককে পৌঁছান।

Link copied!