ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭৮ জনে উপনীত হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ১ লাখ ১৫ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত ও এখন পর্যন্ত ১০৫ জন নিখোঁজের খবর এসেছে। গতকাল রোববার নিখোঁজের এই সংখ্যা ছিল ৭০ জন।
গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে ব্রাজিলের দুই-তৃতীয়াংশেরও বেশি শহরে বন্যর এই প্রভাব পড়েছে। কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে গেছে। প্রবল বৃষ্টিতে ছোট একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস এবং একটি বাঁধের আংশিক ভেঙে গেছে বলে খবর এসেছে। এতে রিও গ্রান্ডে দো সুলের চার লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ব্রাজিলে বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট একে ‘যুদ্ধ পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। সেই সঙ্গে এই রাজ্যে যুদ্ধ পরবর্তী ব্যবস্থার প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কেন্দ্রীয় সরকারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
উল্লেখ্য, গত বছর রিও গ্রান্ডে দো সুলেতে ঘূর্ণিঝড়ে ৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছিল।
সূত্র: জিনহুয়া