তীব্র তাপপ্রবাহে গত দুই সপ্তাহে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সবশেষ একজনের মৃত্যু এবং তিনজন আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা।
রোববার (৫ মে) হিটস্ট্রোকে মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, গত ১৪ দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৩৪ জন। পাশাপাশি ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নড়াইলের বাসিন্দা।