তৃণমূলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৪, ১২:২৪ এএম

তৃণমূলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থ প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশের সার্বিক সমৃদ্ধি নিশ্চিতে সরকার তৃণমূলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

রোববার (৫ মে) সোনারগাঁও হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ঢাকা ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজের রেক্টর ড. আর আর গ্যাঞ্জেভুর্ত, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের উপ-উপাচার্য (গবেষণা) ড. জো ডিভাইন ও ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. মুশতাক খানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, “সামাজিক  নিরাপত্তায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হচ্ছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা মেট্রোরেলসহ আরও অনেক মেগা প্রকল্পের সফল বাস্তবায়নে জনজীবন সমৃদ্ধ হয়েছে। কোভিড মহামারি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও অর্থনীতিকে ব্যাহত করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যকরী পদক্ষেপের কারণে দেশের সাধারণ মানুষের জীবনমান সুরক্ষিত হয়েছে।”

অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজের রেক্টর ড. আর আর গ্যাঞ্জেভুর্ত, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের উপ-উপাচার্য (গবেষণা) ড. জো ডিভাইন ও ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. মুশতাক খানসহ বক্তব্য রাখেন।

Link copied!