নারী লিগের সময়ে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৪, ০৮:০৮ পিএম

নারী লিগের সময়ে পরিবর্তন

কৃত্রিম টার্ফ। তাই গরমের তীব্রতা যেন আরও বেশি ছিল মেয়েদের নারী লিগের খেলায়। তাই শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের উদ্বোধন করতে এসে খেলার সূচী বদলে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি (বাফুফে) কাজী সালাউদ্দিন। 

রোদের তীব্রতা টের পেয়ে তাৎক্ষণিকভাবেই মেয়েদের লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। ফলে কাল দুপুরে খেলা শুরু হলেও লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে এবং ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। বাফুফে সভাপতি বলেন,‌ ‘এই খরতাপে  ফুটবল খেলা সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে (বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন) বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল বিষয়টি এনএসসিকে ( জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন । আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।’ 

জানা গেছে, ফ্লাইট লাইডে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা খরচা দিতে হয় ক্রীড়া পরিষদকে। 

Link copied!