অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২২, ১০:০৩ পিএম

অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং লোডশেডিং থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম লোডশেডিং হবে। অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা জনগণকে ভুক্তভোগী করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট থেকে আমরাও বেরিয়ে আসতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো।

Link copied!