ঢাকা-১৭ উপনির্বাচন

অনিয়ম চোখে পড়লেই ভোট বন্ধ: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৩, ১০:৫৬ পিএম

অনিয়ম চোখে পড়লেই ভোট বন্ধ: সিইসি

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে প্রয়োজনে ভোট বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচনের ভোটগ্রহণ ব্যালটের মাধ্যমে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এই মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী মো. এ আরাফাত অনুপস্থিত ছিলেন। সভা শুরুর ঘণ্টাখানেক পরে  তার প্রতিনিধি আসেন। এ নিয়ে ক্ষুব্ধ হন সিইসি।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও নৌকার প্রার্থী না আসার উদাহরণ টানেন প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রত্যাশা, অভিযোগ আর পরামর্শের কথা সিইসিসহ নির্বাচন কমিশনাররা শোনেন।

প্রার্থীদের কথা শোনার পর সিইসি জানান, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে হবে না, তাই এর ব্যবহার উপনির্বাচনেও হচ্ছে না। ভোট হবে ব্যালটে। সবাইকে আইন মেনে প্রচারে অংশ নিতে আহ্বান জানান তিনি।

সিইসি আরও বলেন, প্রতিটি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায়। কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে প্রয়োজনে ভোট বন্ধ করবে কমিশন।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

Link copied!