অনেক শিক্ষার্থী ভেবেছিল এবারও তারা অটোপাশ পাবে

চন্দ্রিমা চৌধুরী

সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:১৩ এএম

অনেক শিক্ষার্থী ভেবেছিল এবারও তারা অটোপাশ পাবে

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই সারা দেশের শিক্ষাঙ্গনে চলছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে স্কুল ও কলেজ। প্রিয় বন্ধু ও শিক্ষকদের সাথে দেখা হবার পর আবেগে ভাসছে শিক্ষার্থীরা। কেউ কেউ আছে ব্যাতিক্রমও। দীর্ঘ সময় স্কুল থেকে দূরে থাকায় অনেক বাচ্চার মনে স্কুলভীতিও দেখা দিয়েছে। অনেক শিশুই স্কুলে আসতে অনিহা প্রকাশ করেছে এদিন।

দ্য রিপোর্ট ডট লাইভের সাথে কথা হয় ধানমণ্ডি সরকারি বয়েজ স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর। সে জানায়, ‘স্কুল খোলার পর খুব ভাল লাগছে। দশম শ্রেণীতে ওঠার পর আজকেই প্রথম ক্লাস ছিল আমার। তবে আমি ভেবেছিলাম অটো পাশ পেয়ে যাব। তা আর হবে না হয়ত।’

[youtube-video]https://www.youtube.com/watch?v=VRpJf0XZS8A[/youtube-video]

তবে স্কুলগুলোতে ছোট ছোট শিশুদের মুখে যেন আজ সোনা রোদ হয়ে হাসি ফুটেছিল। শিক্ষকেরা বলছেন, ‘অন্যান্য সময়ের থেকে বাচ্চারা আজ আরও মনোযোগী ছিল ক্লাসে। সবাইকে জিগজ্যাগ বা জেডের এর মত করে বসার স্থান নির্ধারন করে বসানো হয়েছে। এক একটি ক্লাসকে প্রয়োজন সাপেক্ষে তিনটি কক্ষে ভাগ করে দেওয়া হচ্ছে। এছাড়া স্কুল শুরুর আগে সব শ্রেণীর বাচ্চাদের অবিভাবকদের সাথে স্কুল শূরু হবার আগেই মিটিং করা হয়েছিল। সেখানে স্কুল কর্তৃপক্ষের সাথে অবিভাবকদের সমন্বয় সহযোগিতার কথাও হয়েছে।’ 

রবিবার যেমন ভীড় ছিল স্কুলের গেটগুলোতে, তেমনই ছিল ইউনিফর্মের দোকানেও লেগেছিল রাজ্যের ভিড়। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পাশের গলিতে থাকা ইউনিফর্মের দোকানে অভিভাবকেরা নতুন জামা কিনে সেখানেই পরিয়ে দিচ্ছেন বাচ্চাদের। শিশুরাও নতুন জামা আর নতুন স্কুলের আনন্দে সব ভুলে ফিরছে শ্রেণিকক্ষে। যারা নতুন জামা পায়নি,  তাদের মধ্যেও উচ্ছ্বাসের কমতি ছিল না।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষার্থীদের সাথে ছিল অভিভাবকদের ভিড়। তারাও বছর খানেক পর একে অন্যের সাথে দেখা হওয়ায় পাটি-মাদুর বিছিয়ে রীতিমত আড্ডায় মেতেছেন। স্কুল ছুটির পরও তাদের সেই আড্ডা চলেছে দীর্ঘসময়।

এদিকে প্রাথমিক স্কুলগুলোর জন্য সরকার থেকে ঘোষনা করা হয়েছে ১৬ টি নির্দেশনা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯ টি নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে রুটিনমাফিক আলাদা আলাদা ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। একদিনে সর্বোচ্চ দুইটি শ্রেণীর ক্লাস নেওয়া যাবে। তাই সকালের দিকে নিজের রুটিন না জানায় অনেক শিক্ষার্থী এসে ফিরে গেছে। ভোগান্তির কারণ হিসেবে জানা গেছে, এসএমএসের মাধ্যমে ক্লাসের রুটিন জানানোর কথা থাকলেও অনেকেই সেই ম্যাসেজ পায়নি।

Link copied!