অন্য কেউ ক্ষমতায় এলে দরিদ্রদের ভাতা বন্ধ করে দেবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২, ২০২৩, ০৩:৪৮ এএম

অন্য কেউ ক্ষমতায় এলে দরিদ্রদের ভাতা বন্ধ করে দেবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে দরিদ্রদের চলমান ভাতা বন্ধ করে দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী  রাজধানী ঢাকা থেকে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিল উল্রেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিলেন বলে খালেদা জিয়া তা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে তা বন্ধ করে দেবে।” আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে আরও বেশি মানুষ উপকারভোগীর তালিকায় আসবে বলেও তিনি জানান। 

বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী।

Link copied!