উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ভিনিসিয়াসের জোড়া গোলে মিউনিখে সমতা

স্পোর্টস ডেস্ক

মে ১, ২০২৪, ০২:৫৩ এএম

ভিনিসিয়াসের জোড়া গোলে মিউনিখে সমতা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস মিউনিখে প্রথম গোলের পর ছবি : টুইটার

মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ সেমিফািইনালে জেতেনি কেউ। ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ ২-২ গোলের সমতায় শেষ হয়েছে। ৮ মে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এখন ফয়সালা। দ্বিতীয় লেগের খেলায় আবার শুরু থেকে শুরু দু দলের। 

ম্যাচের প্রথম দশ মিনিট বায়ার্ন মিউনিখ কণ্ঠরোধ করে ধরেছিল রিয়াল মাদ্রিদের। অবশেষে ২৭ মিনিটে টনি ক্রুসের পাস থেকে তীব্র গতিতে ছুটে গিয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। বায়ার্ন মিউনিখের সানে ও কেন ভাল চেষ্টা করেও গোল পাননি। প্রথমার্ধ শেষে রিয়াল ১-০ গোলে এগিয়ে ছিল। 

৫৩ মিনিটে ডান দিক থেকে বল কালেকশন করে ডি বক্সে প্রবেশ করে গোল করে বসেন। রিয়াল এমন আক্রমণে হতবাক হয়ে যায়। ৫৭ মিনিটে মুসিয়ালা পেনাল্টি বক্সে ফাউল হন। হ্যারি কেন গোল করেন পেনাল্টি থেকে। ৪৩ ম্যাচে ৪৩ গোল এ মৌসুমে কেনের। বায়ার্ন  ২-১ গোলের লিড নিয়ে ফেলে। 

মিউনিখে তখন প্রত্যাবর্তনের সুবাস। তবে রড্রিগোকে পেনাল্টি বক্সে ফেলে দিয়ে কিম বিপাকে পড়েন। পেনাল্টি পায় রিয়াল ৮৩ মিনিটে। ভিনিসিয়াস আবার গোল করে ম্যাচ ২-২ সমতা করে ফেলেন। 

পরে এই ফলেই খেলা শেষ হয়। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চ অপেক্ষা করছে।  

Link copied!