অবশেষে যানজটমুক্ত হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২২, ০৪:৩৩ পিএম

অবশেষে যানজটমুক্ত হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার

ঈদের একদিন আগে ফাঁকা হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইল- সিরাজগঞ্জ মহাসড়ক। গত কয়েকদিন এই রাস্তার পরিস্থিতি ছিল ভয়ংকর। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকেছেন ঘরমুখো মানুষ। অবশেষে ফাঁকা হলো মহাসড়কটি। গতকাল রাতে বঙ্গবন্ধু সেতু ও টাঙ্গাইল এলাকায় যানজট দেখা যায়নি।

রবিবার দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। পাশাপাশি মহাসড়কের কোথাও যানজট, গাড়ির লম্বা লাইন বা ধীরগতিও নেই।

সোমবার সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত তেমন কোন যানবাহন চালাচল করতে দেখা যায়নি।

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, “শনিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত যানবাহনের অনেক বেশি চাপ ছিল। বিকেল থেকে চাপ অনেকটা কমতে শুরু করে। এরপর বিকেল থেকে মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। এখন পুরো মহাসড়কে যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে এবং মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে।”

Link copied!