গরমে আইনজীবীদের পোশাক নিয়ে আলোচনায় বসছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

মে ১২, ২০২৩, ০৪:২২ এএম

গরমে আইনজীবীদের পোশাক নিয়ে আলোচনায় বসছেন প্রধান বিচারপতি

সারা দেশে তাপপ্রবাহের কারণে আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউনে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার (১৩ মে) সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মে) এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।  

তিনি জানান, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে আদালতে মামলা শুনানিকালে পরিধেয় পোশাকের বিষয়ে প্রধান বিচারপতি ১৩ মে (শনিবার) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে গত ১৮ এপ্রিল উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়। ই-মেইলে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও একটি সংস্থার পক্ষ থেকে এ আবেদন করা হয়েছিল। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ব্যারিস্টার মো. কাউছার ও আইনজীবী বায়েজীদ হোসাইন এ আবেদন করেন।

এদিকে অসহনীয় গরমে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে আইনজীবীদের কালো কোট পরাকে ‘ঐচ্ছিক’ নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার সারাদেশের ২০ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠান। তাঁরা দাবি করেন, আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য শফিউল আলম ৪৪ বছর বয়সে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।

Link copied!