আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস করে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ০৮:৪৭ পিএম

আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস করে না: গয়েশ্বর

আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেরা নিজেরা ভোট করেছে। সেখানেও ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। আসলে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস করে না। শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে গয়েশ্বর বলেন, গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন হল। সেখানেও আওয়ামী লীগ নিজেরা মারামারি করেছে। বহু আহত হয়েছে, মারাও গেছে।

গয়েশ্বর বলেন, দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। মানুষের কোনো অধিকার নেই। এখান থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এজন্য এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন।

তিনি আরো বলেন, এই সরকারের একটা ভয়, দেশে সুষ্ঠু নির্বাচন হলে গ্রামে গ্রামে ব্যানার লাগিয়েও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব ধরনের কৃষি, শিল্প, গার্মেন্টসহ সব কিছুর উৎপাদন খরচ বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Link copied!