আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২২, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: ফখরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীতে রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারা দুর্নীতি করে ফুলে-ফেঁপে উঠেছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? সয়াবিন তেলের যারা ব্যবসা করে তারা বেশিরভাগই আওয়ামী লীগের ব্যবসায়ী। গ্যাসের দাম বাড়ছে, এলপিজি বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছে তাদের একমাত্র শিল্প উপদেষ্টা তার সঙ্গে জড়িত।”

ওষুধের দাম বাড়ছে, স্বাস্থ্য খাত শেষ হয়ে গেছে-উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “ স্বাস্থ্য খাতে কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি হয় কোনো বিচার হয় না। শিক্ষামন্ত্রীর এলাকা চাঁদপুরে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে সেখানকার ডিসি অভিযোগ করে ৩৬৫ কোটি টাকা মন্ত্রীর আত্মীয় স্বজন নিয়ে গেছে, কোনো বিচার হয় না। মূল্য বৃদ্ধির একটাই কারণ দুর্নীতি, সেই সঙ্গে তাদের অযোগ্যতা, অপদার্থতা।”

মির্জা ফখরুল বলেন, “আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, মুক্ত সমাজের জন্য। সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আবার সব মানুষকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে।” আমাদের যুদ্ধ শুধুমাত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!