আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ০৫:১২ পিএম

আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে

রাজধানীর বঙ্গবাজারের চারটি মার্কেটে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। মার্কেটগুলো হচ্ছে-বঙ্গবাজার, আদর্শ মহানগর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও হোমিও মার্কেট। এছাড়া এনেক্স মার্কেটেও আগুন লেগেছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর  সাহায্যকারী দল কাজ করছে।  বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। সকাল ৯টার পর থেকে বিমান বাহিনীর ওেই হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সেটি পাশের এনেক্স মার্কেটসহ অন্তত ৪টি ভবনে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এনেক্স মার্কেটে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারের মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এনেক্স মার্কেটের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছেন।

পুলিশ সদরদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, পশু হাসপাতাল, ফায়ার সার্ভিস সদরদপ্তর, ওয়াসা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর গাড়ি দিয়ে পানি দেওয়া হচ্ছে। তবুও আগুন নিয়ন্ত্রণে আসছে না। পানির ঘাটতি পূরণে হাতিরঝিল থেকেও পানিও নেওয়া হচ্ছে।

Link copied!