আর কাউকে খাল দখল করতে দেওয়া হবে না: আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মে ১৩, ২০২২, ০৮:৫০ পিএম

আর কাউকে খাল দখল করতে দেওয়া হবে না:  আতিকুল ইসলাম

দায়িত্ব নেওয়ার প্রথম দুই বছরে করা কাজ নিয়ে নিজেই সন্তুষ্ট নন বলে জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তবে বাকি তিন বছরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেছেন তিনি।

সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়াসহ নির্বাচনী ইশতেহারে ৩৮টি প্রতিশ্রুতি দিয়েছিলেন আতিকুল। মেয়র বলেছেন, খাল উদ্ধার আর ফুটপাত দখলমুক্ত রাখার জন্য লড়ে গেছেন পুরো সময়। যে সময়ে দায়িত্ব পেয়েছেন, সে সময়টিতে দায়িত্ব পালন একটু কঠিন ছিলো বলে জানান তিনি।

 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা খাল ও ফুটপাত দখলমুক্ত করার জন্য অগ্রাধিকার দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। কিছু খাল উদ্ধারে সফলতা পেয়েছি, যা বাকি খাল উদ্ধারে সহায়ক হবে। সামনের সময় কোনো দখলদারকে দখলদারি ধরে রাখার সুযোগ দেওয়া হবে না। 

ঢাকার মিরপুরের বাউনিয়া খালের উল্লেখযোগ্য অংশ দখলমুক্ত হয়েছে। মোহাম্মদপুরের বসিলা অংশে রামচন্দ্রপুর খালের অবৈধ দখলও উচ্ছেদ করা হয়েছে। খালে এখন নৌকা চলাচল করতে পারে। তিনি জানান, উত্তর সিটি করপোরেশনের অধীনে খাল আছে ১৩টি।

মেয়র জানান, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা—ঢাকা বাস রুট রেশনালাইজেশনের কাজ সরকারের উচ্চ পর্যায়ের সবাইকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী আট স্থানে এস্কেলেটরসহ নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। বাকি কাজগুলো চলমান আছে।

২০২০ সালের ১৩ মে আনুষ্ঠানিকভাবে উত্তর সিটির দায়িত্ব নেন আতিকুল ইসলাম। এর আগেও মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ৯ মাস তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

Link copied!