আরও ৭৮ জনের মৃত্যু করোনায়, বেড়েছে সংক্রমণ হার

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২১, ১১:৫১ পিএম

আরও ৭৮ জনের মৃত্যু করোনায়, বেড়েছে সংক্রমণ হার

করোনা ভাইরাসে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সংক্রমণের সংখ্যা ও হার। সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬২৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬৩৬ । হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন। বিগত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯.২৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হল ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশের ৭টি জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করা হয়।

Link copied!