আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৭:০৮ পিএম

আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি : প্রধানমন্ত্রী

আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আর্থিক কারণে ইভিএম কেনার প্রকল্প বাতিল করা হয়নি। এ সময়ে ইভিএম অগ্রাধিকার নয়। এর প্রয়োজন এখনই নয়, এমন খাতে ব্যয়ে সতর্কতা অবলম্বন করছে সরকার। এখন মূলত মানুষের খাদ্য, চিকিৎসা, কল্যাণকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সংবাদ পত্রে দেখলাম, আমাদের বিরোধী দলের একজন বলেছেন, ইভিএম প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা লাগবে। কাজেই সেটা নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশ আর্থিক সংকট চলছে। আর্থিক সংকট অবশ্যই বিশ্বব্যাপী আছে, কিন্তু আমাদের এমন অবস্থা এখনো হয়নি যে, এখনি চলতে পারবো না। কিন্তু আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য ও চিকিৎসা সহায়তা।

তিনি বলেন, শুধু চাকরি নয় জনসেবাও করতে হবে। জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে আত্মনিয়োগ করে কাজ করলে এ কাজে শান্তি পাওয়া যায়।

এসময় নিজ নিজ জেলায় বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে ডিসিদের তদারকির কথাও বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের খাদ্য ও চিকিৎসা ঠিক রাখতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অগ্রযাত্রা ঠিক রাখতে হবে। কাজেই সব পরিস্থিতি উত্তরণ করেই আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে।

Link copied!