ইভিএম নিয়ে এখনও নিশ্চিত হতে পারছি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ১২:১৫ এএম

ইভিএম নিয়ে এখনও নিশ্চিত হতে পারছি না: সিইসি

ইভিএম নিয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আদৌ ইভিএম এভেইলেবল হবে কিনা, আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সেসব বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হইনি।

সিইসি বলেন, ‘ইভিএম সম্পর্কেও উনারা (ইউরোপীয় ইউনিয়ন) একটা প্রশ্ন করেছিলেন যে ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কি না। বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম চাহিদা অনুযায়ী পাওয়া যাবে কি না। কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। উনাদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল। আমার মনে হয় যেহেতু উনারা আসছেন উনারাই ভালো করে বলতে পারবেন।’

সিইসি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি, নির্বাচনের কোন কোন বিষয় উনারা জানতে চান। আমাদের ইলেক্টোরাল রোল সম্পর্কে অবহিত করেছি। সংসদীয় আসনের সীমা পুনর্নির্ধারণ, নির্বাচন অংশগ্রহণমূলক করতে আমাদের কোনো উদ্যোগ আছে কি না- এ বিষয়গুলো তাদের জানিয়েছি। আমাদের বর্তমান অবস্থান পরিষ্কার করেছি এবং জানিয়েছি আমরা প্রস্তুত আছি।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়ে ইইউ’কে সিইসি বলেন, আশা করি অচিরেই মতপার্থক্য দূর হয়ে যাবে। সব দল নির্বাচনে আসবে। অংশগ্রহণমূলক হলে নির্বাচন চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে।

Link copied!