ইলিয়াস আলীকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত আছে: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২২, ১০:১১ পিএম

ইলিয়াস আলীকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত আছে: র‌্যাব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীকে খুঁজে পেতে সব ধরণের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ কথা বলেন। 

তিনি বলেন, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, তখন ওনার স্ত্রী আমাদের কাছে এসেছিলো, আমরা তাঁকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি।’ 

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁরা নিখোঁজ। চলতি মাসের ১৭ এপ্রিল সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম ইলিয়াস আলীর ‘গুম’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে দাবি করা হয়, ইলিয়াস আলীর গুমে র‍্যাব সম্পৃক্ত ছিল। এ ঘটনায় সুনির্দিষ্টভাবে তিন কর্মকর্তার নামও প্রকাশ করা হয়। 

র‍্যাবের সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে ইলিয়াস আলী ‘নিখোঁজের’ এক দশক পূর্তি উপলক্ষে গত সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনা সভায় বিএনপির নেতারাও র‌্যাবের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। 

Link copied!