ইসির ওপর ডিপেন্ড করলে ইলেকশন সুন্দর হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২২, ০২:১৮ এএম

ইসির ওপর ডিপেন্ড করলে ইলেকশন সুন্দর হবে না: সিইসি

নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও অনেক বেশি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, “আমাদের ওপর যদি আপনারা ডিপেন্ড করেন; তাহলে কিন্তু ইলেকশনটা সুন্দর হবে না। আপনাদের দায়িত্ব আরও অনেক বেশি।”

মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে মতামত দেওয়ার জন্য দ্বিতীয় ধাপে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “ আপনারা ফিল্ডে থাকেন। আমি কয়টা সেন্টারে যাব সিইসি হয়ে? আমরা পুলিশকে ডেপ্লয় করার চেষ্টা করব। বিজিবি ডেপ্লয় করার চেষ্টা করব। এই কাজগুলো করার চেষ্টা করব।” 

ইভিএম ও ব্যালটের প্রসঙ্গে টেনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “‘ব্যালটে আমার নিজেরও অভিজ্ঞতা আছে; কীভাবে ভোটকেন্দ্র দখল করে এক ঘণ্টায় দুই-তিনশ সিল মেরে ভরাট করেছে। আপনারা পাশে থেকেও তো ওটা বন্ধ করতে পারেননি। সেদিক থেকে ইভিএমে যদি কোনও দোষত্রুটি থেকে থাকে, আমি ইভিএম বিশেষজ্ঞ না। তারপরও আমি এ পর্যন্ত যতটুকু ইভিএম দেখেছি ইতিবাচক দিক অনেক বেশি।”

দ্বিতীয় ধাপের ওই বৈঠকে ইসি’র নিবন্ধন হওয়া ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ফলে দ্বিতীয় ধাপে আটটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফায় যেসব দল অংশ নিয়েছে

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

যেসব দল আলোচনায় অংশ নেয়নি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

Link copied!