ঈদ উল আযহা

ঈদযাত্রায় নৌপুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৩, ০২:০০ এএম

ঈদযাত্রায় নৌপুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নৌ পথে জনগণের ঈদযাত্রা এবং কোরবানির পশুবাহী নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (২৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ পথ ও নদীকেন্দ্রিক পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে নৌ পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।

এ সময় তিনি সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন এবং লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষমান লঞ্চের চালকদের ও যাত্রী সাধারণের   ভ্রমণ পথে কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা সে সম্পর্কে জানতে চান। লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশ কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঈদে জনগণকে নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে নৌপথে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মতো নৌ পুলিশও নিরলসভাবে কাজ করছে। নৌ পথ নিরাপদ রাখতে নৌ পুলিশ স্পিড বোট, ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান নিয়ে নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাও সকলের সমন্বিত প্রয়াসে নিরাপদ ও নির্বিঘ্ন হবে এই আশা প্রকাশ করে নৌপথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা গ্রহণের অনুরোধ জানান তিনি।

Link copied!