উপনির্বাচনেই প্রমাণ করেছি আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:৪৬ এএম

উপনির্বাচনেই প্রমাণ করেছি আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়

সম্প্রতি অনুষ্ঠিত ছয়টি উপনির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের সংসদ নেতা শেখ হাসিনা। এরপর আর কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে না বলেও তিনি আশবাদ ব্যক্ত করেন।

ধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের  ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সমাপনি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ নেতা বলেন, “কয়েকদিন আগে ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটিতে জাতীয় পার্টি জিতেছে, আরেকটিতে বিএনপির পদত্যাগ করা সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। এ ছাড়া একটি আমরা ওয়ার্কার্স পার্টিকে দিয়েছিলাম, সেখানে জাতীয় পার্টি জিতেছে। বগুড়ার একটি আসন জাতীয় সমাজতান্ত্রিক দলকে দিয়েছি, সেটা তারা জিতেছে। এ ছাড়া বগুড়ার বাকি একটি আসন ও চাঁপাইনবাবগঞ্জের একটি মোট দুটি আসনে নৌকা মার্কা জয়ী হয়েছে।”

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ সেই নির্বাচনে জাতীয় পার্টি জিতেছে, আওয়ামী লীগ হেরেছে। কাজেই আওয়ামী লীগের আমলে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।”

এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না-আশাবাদ ব্যক্ত করে সংসদ নেতা বলেন,“আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরাই সংগ্রাম করেছি। কাজেই সেই ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই মনে করি। আর সেভাবেই এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।”

Link copied!