একনেকে উঠছে আলোচিত সেই ‘স্কুল মিল’ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২১, ০৬:২৬ পিএম

একনেকে উঠছে আলোচিত সেই ‘স্কুল মিল’ প্রকল্প

ব্যাপক সমালোচনার পর কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরের পরিকল্পনা বাদ দিয়েই প্রাথমিকের শিক্ষার্থীদের পুষ্টির যোগান বাড়ানোর সেই ‘স্কুল মিল’ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। আর এই প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের জন্য চলতি সপ্তাহের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। আগামী মঙ্গলবার (১ জুন) একনেক সভায় এটি উপস্থাপন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পরিকল্পনা কমিশনের একটি সূত্র জানায়, সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ জোগান দেওয়া এই প্রকল্পটির জন্য ১৭ হাজার ২৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে প্রকল্পটির ব্যয় ১ হাজার ৬৭১ কোটি টাকা কমানো  হয়েছে বলে জানা গেছে।

এ প্রকল্পের আওতায় দেশের ৪৯২টি উপজেলা ও সিটি কর্পোরেশন ও পৌরসভার ২১টি শিক্ষা থানার  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে স্কুলে গরম খাবার দেওয়া হবে। এক্ষেত্রে ডাল আর স্থানীয় সবজি দিয়ে রান্না করা খিচুড়ি খাওয়ানোর কথা বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রকল্পটির মেয়াদ ২০২১ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের খিচুড়ি রান্না ও পরিবেশনের জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য ১ হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিদেশ সফরের প্রস্তাব ছিল। বিদেশ সফরের এই প্রস্তাব নিয়ে গত বছর ব্যাপক সমালোচনা হয়। এক পর্যায়ে সরকার ওই প্রস্তাব বাতিল করে।   

Link copied!