একুশে ফেব্রুয়ারি বিএনপির নতুন শপথ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:০৭ পিএম

একুশে ফেব্রুয়ারি বিএনপির নতুন শপথ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

শুধু ভাষার স্বাধীনতাই নয়, সামগ্রিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে  বিএনপি আসছে ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। বাংলাদেশে কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার, তার যে স্বাধীনতার অধিকার, তা প্রতিষ্ঠা করব।”

সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য-উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, “দুর্ভাগ্য, স্বাধীনতার পরও সেসব অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে—গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।”

খালেদা জিয়া ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গটি তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “অত্যন্ত দুর্ভাগ্য, এ দেশে গণতন্ত্রের জন্য যে নেত্রী সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন, এখনো তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এখনো তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী, তারা আজকে কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে সারা দেশে প্রায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে।”

মির্জা ফখরুলের অভিযোগ, ‘এক কথায় এ দেশ এখন সম্পূর্ণভাবে একটা একনায়কতন্ত্র এবং তাদের সেই পুরনো ঘটনা সেই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা জন্য এখানে একটা ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে।'

বাংলাদেশে এখন ‘একনায়কতন্ত্র’ চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এসময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে সেই লক্ষ্যে আমরা এবার ২১ ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছি, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা।”

বাংলা একাডেমি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল  বলেন, “কী দুর্ভাগ্য, যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার বিকাশের জন্য, চিন্তাচেতনার বিকাশের জন্য, মুক্তচিন্তার জন্য, সেই বাংলা একাডেমি আজ অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বই প্রদর্শনী বন্ধ করে দিয়ে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে!”

বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে ভাষাশহীদদের স্মরণে বিএনপির দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “২১ ফেব্রুয়ারি সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল পৌনে ছয়টায় কালো ব্যাচসহ নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে দলের নেতা-কর্মীদের জমায়েত শুরু হবে। এরপর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারতের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।”

এর আগে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা দুইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকেরা আলোচনায় বক্তব্য রাখবেন। সভা শুরুর আগে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানান মির্জা ফখরুল।

এছাড়া, সারা দেশে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর, জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন স্থানীয় নেতারা। ওই দিন সারা দেশে দলের প্রতিটি ইউনিট স্থানীয় ব্যবস্থা অনুযায়ী ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

Link copied!