ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাইবেন একরাম

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২২, ০৪:৩১ এএম

ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাইবেন একরাম

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় কবিরহাটে নিজ বাড়িতে ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

একরামুল করিম চৌধুরী বলেন, “আমি নোয়াখালী ৪ ও ৫ আসন থেকে মনোনয়ন চাইব। শেখ হাসিনা সিদ্ধান্ত দেওয়ার মালিক। আমার কি মনে চায় না জন্মস্থান থেকে নির্বাচনে দাঁড়াতে? আমি এই দুই আসন থেকে মনোনয়ন চাইব।”

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনিতো ধরে রাখতে পারেননি। আপনার আপন ভাইয়ের (আবদুল কাদের মির্জা) কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন। আমাকে বাদ দেননি, সারা নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আরে কত বহিষ্কার করবেন?”

এ সময় একরামুল করিম চৌধুরীর সহধর্মিণী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম, ছেলে সাবাব চৌধুরী, জামাতা ইরফান সেলিমসহ কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!