ওমিক্রণ সংক্রমণ ঠেকাতে লাল পতাকা ৭ প্রবাসীর বাড়িতে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২১, ০২:৩৬ এএম

ওমিক্রণ সংক্রমণ ঠেকাতে লাল পতাকা ৭ প্রবাসীর বাড়িতে

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রনে’র সংক্রমণ ঠেকাতে লাল পতাকা টাঙানো হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়ার ৭ জনের বাড়িতে।

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের প্রত্যেকের বাড়ি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 

দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফেরা ব্রাহ্মণবাড়িয়ার ৭ জন হলেন কসবা উপজেলার খাড়েরা গ্রামের দক্ষিণ পাড়ার আলমগীর হোসেন ভূঁইয়া, তার স্ত্রী তাহেরা আক্তার, শিশু কন্যা আলীশা, একই উপজেলার সৈয়দাবাদ গ্রামের লোকমান মিয়া ও আল আমিন, নবীনগর উপজেলার সীকানীকা গ্রামের রাজু সরকার এবং বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের আতিকুর রহমান। 

এই ৭ প্রবাসীর সবাই প্রায় ২ সপ্তাহ আগে (১৬ নভেম্বর) দেশে আসে। কিন্তু তাদের ব্যাপারে সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তথ্য পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। 

পাসপোর্ট নম্বরের সুত্র ধরে আগত প্রবাসীদের বিস্তারিত খুজে বের করে জেলা পুলিশের বিশেষ শাখা। এরপরই মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বাড়িতে ছুটে যান। 

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় এই নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি‌। বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বৈঠকে দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার এবং তাদের বাড়ি লাল পতাকায় চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন সতর্কতা নেওয়া হবে বলেও জানান তিনি। 

Link copied!