ওমিক্রনের উচ্চঝুঁকির তালিকায় বাংলাদেশের নাম সরালো ভারত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৯:৩৭ পিএম

ওমিক্রনের উচ্চঝুঁকির তালিকায় বাংলাদেশের নাম সরালো ভারত

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের উচ্চঝুঁকির তালিকা থেকে অবশেষে বাংলাদেশের নাম সরিয়ে নিয়েছে ভারত। ঢাকার অনুরোধের প্রেক্ষিতে দিল্লির রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি এ তথ্য জানান।

ক্ষুদেবার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, “ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমাদের অনুরোধের প্রেক্ষিতে ভারতের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। তবে এখনও বাংলাদেশে শনাক্ত হয়নি ওমিক্রন। তারপরও ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশের নাম রেখেছিল।

সোমবার (২৯ নভেম্বর) ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও স্থান পায় ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরাইল।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে পৌঁছানোর পর যাত্রীদের অবশ্যই নিজ খরচে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হবে। এরপর ভারত ছেড়ে যাওয়া অথবা অন্যান্য দেশের সঙ্গে সংযোগকারী বিমানের ফ্লাইট ধরার জন্য করোনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করতে হবে।

ওমিক্রন ধরা পড়া দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ভারত।

Link copied!