ওয়ারেন্ট ও মামলা ছাড়া গ্রেপ্তার বন্ধ করুন, ডিএমপি কমিশনারকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২৩, ১০:৪১ পিএম

ওয়ারেন্ট ও মামলা ছাড়া গ্রেপ্তার বন্ধ করুন, ডিএমপি কমিশনারকে বিএনপি

বিনা ওয়ারেন্টে ও মামলা নেই এমন লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে তা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতি দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানেএ দাবি জানান।

এর আগে,আমানউল্লাহ আমানসহ বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব  রফিকুল আলম মজনু,, দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

আমানুল্লাহ আমান বলেন, “ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় বিনা ওয়ারেন্টে ও মামলা নেই এমন লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরমধ্যে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মীর সরাফত আলী সপু, গোলাম মাওলা শাহিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমনভাবে অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”

‘১৪ এবং ১৮ সালে নির্বাচনের পূর্বে ঠিক যেভাবে গ্রেপ্তার, হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল, একইভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে সেই কৌশলে এগোচ্ছে সরকার’ উল্লেখ করে আমান উল্লাহ আমান আরও বলেন, “ আমরা বলেছি এই গ্রেপ্তার বন্ধ করতে হবে। গ্রেপ্তার করা যাবে না। বলেছি— কারও বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে দেখাবেন, গ্রেপ্তার করবেন। আমাদের কোনো আপত্তি থাকবে না। নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, রাত তিনটায় বাড়ি থেকে ধরে নিয়ে আসবেন এটা হতে পারে না। এসব বন্ধ করতে হবে।”

ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির এই আহবায়ক আরও বলেন, “বনানীতে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের একজন নেতা হজে যাবেন, তিনি নেতাকর্মীদেরকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই বিষয়টি তুলে ধরেছি।”

আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ২৬ মার্চে কর্মসূচি এবং ২৭ মার্চে গণ সমাবেশের বিষয়ে ডিএমপিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!