কথা রাখতে ময়লা পানিতে শামীম ওসমান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৩, ০৩:৩৩ এএম

কথা রাখতে ময়লা পানিতে শামীম ওসমান

ঘোষণা দিয়ে বাস্তবেই কথা রাখলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। ডিএনডির জলাবদ্ধতার ময়লা পানিতে নামলেন তিনি। এর আগে বলেছিলেন জলাবদ্ধতার সমাধান না করলে ময়লা পানিতে নেমে ধর্মঘট করবেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকায় গিয়ে হাঁটু সমান পানিতে নামেন তিনি। 

এ সময় হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের সাথে কথা বলেন শামীম ওসমান। পরে স্থানীয়দের নিয়ে এক সভায় নিজ উদ্যোগে কয়েকটি স্যালো পাম্প বসিয়ে পানি নিষ্কাশন করে আগামী তিনদিনের মধ্যে ওই এলাকার জলাবদ্ধতা দূর করার আশ্বাস দেন।

সংসদ সদস্য শামীম ওসমান জানান, আগামীকাল (৮ জুলাই) থেকেই পাম্পগুলো স্থাপন করে পানি নিষ্কাশনের কাজ শুরু হবে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিনএনডির উন্নয়ন প্রকল্পের আওতায় যেভাবে কাজ এগিয়ে চলছে, আগামী বছর থেকে আর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে কয়েকদিনের টানা বৃষ্টিতে ডিএনডির অভ্যন্তরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন নিম্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন কয়েক লাখ মানুষ। 

পরে গত ২ জুলাই সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশন পরিদর্শন করে জলাবদ্ধতার পানি দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তা না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট পালন করার ঘোষণা দেন সংসদ সদস্য শামীম ওসমান। এর পরদিন থেকেই পানি নিষ্কাশনের কাজের গতি কয়েক গুণ বেড়ে যায়।

Link copied!