কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া সেই রাতুল বাড়ি ফিরেছে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৪:১০ এএম

কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া সেই রাতুল বাড়ি ফিরেছে

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার কিশোর মো. রাতুল ইসলাম (১৪) অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। সন্তানকে কাছে পেয়ে  বাবা-মাসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনেরা খুশি খুশি হয়েছেন।

রাতুলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে। বুধবার  সন্ধ্যায় রাতুল বাড়িতে পৌঁছায় বলে তার বাবা মো. ফারুক মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের মা-বাবা। তবে কীভাবে কনটেইনারে করে মালয়েশিয়া চলে গিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছে না রাতুল।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পেলে নাবিকেরা কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও’র সূত্র ধরে রাতুলকে শনাক্ত করে পরিবারের সদস্যরা। পরবর্তীতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও দেশটির সহযোগিতায় রাতুলকে ফেরত আনা হয়।

Link copied!