কাজে যাবে না বলায় সহকর্মীকে খুন, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২২, ১০:০২ পিএম

কাজে যাবে না বলায় সহকর্মীকে খুন, আসামি গ্রেপ্তার

কাজে যেতে অনিহা প্রকাশ করায় সহকর্মীকে এলোপাতাড়ি কিল ঘুষিতে খুন করার ঘটনায় মো. মনিরকে (৩০) গ্রেপ্তার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আমিন এ তথ্য জানান।

সিআইডির এই কর্মকর্তা বলেন, “গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রহ্মন্দী ষাড়পাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর এলোপাতাড়ি মারপিটে আ. করিমের মৃত্যু হয়।”

তিনি বলেন, “ওই দিন সকাল ৭টায় করিমের বাসায় আসে সহকর্মী রংমিস্ত্রি মনির। কিন্তু মনির হোসেনের সাথে কাজে যেতে অনিহা প্রকাশ করায় করিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে মাটিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে করিমের ডাক চিৎকারে তার পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ জোবেদ আলী মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দিলে তারা পরীক্ষার টাকা সংগ্রহ করার জন্য ভিক্টিমকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই করিম মারা যান।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মোসা. নারগিস মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

Link copied!