কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার, বাহিরে থেকে কী লাভ ?

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৫, ২০২২, ০১:৪২ এএম

কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার, বাহিরে থেকে কী লাভ ?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় বাহিরে রাখা হয়েছে সেটি অপমানজনক বলে মনে করেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণ স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়াকে বাইরে রেখে কী লাভ হচ্ছে, বরং তাকে আবার নাজিমুদ্দিন রোডের কারাগারে ফিরিয়ে দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বি‌ক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা বলেন।  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, “খালেদা জিয়াকে আবার সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার। উনি বাহিরে থেকে কী লাভ হচ্ছে? উনি তো আমাদের সঙ্গে এসে মিটিং কর‍তে পারছেন না। জনগণের হয়ে কথা বলতে পারেন না।”

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি বলেন, “আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ, আপনারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ হবে। ”

তিনি আরও বলেন,  “আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না। বিএনপি বহু জায়গায় না বলছে। তারা বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে আরেকটা বিষয়ে বিএনপিকে না বলতে শিখতে হবে। এই যে, খালেদা জিয়াকে বারবার জামিন না দিয়ে বা জামিনের নামে বারবার অপমান করা হচ্ছে।”

বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরদ্ধে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, “ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে।”

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মাদ ইবরাহিম।

সমাবেশ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি  প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্ট মোড়, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে হোটেল ৭১-এর বিপরীতে রাস্তায় গিয়ে শেষ হয়।

Link copied!