কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে রবিবার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ০৪:৩৬ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে রবিবার

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনী প্রচার শেষ হতে আর মাত্র একদিন বাকি। সোমবার (১৩ জুন) রাত ১২টার পর প্রার্থীদের প্রচার বন্ধ হয়ে যাবে। প্রচারের শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গত ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচন আচরণবিধি মেনে প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করেন। প্রার্থীদের কর্মী সমর্থক, স্ত্রী, ছেলেমেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই ভোটারের দ্বারে দ্বারে প্রচারপত্র বিলি এবং উঠান বৈঠক করেন।

শনিবার (১১ জুন) সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এতে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়তে মেয়র পদে ভোট প্রার্থনা করে আবাসন ব্যবস্থার দুর্নীতি বন্ধ, কিশোর গ্যাংসহ মাদক ও সামাজিক ব্যাধি নির্মূল এবং নৈতিক শক্তির পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। তিনি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মেয়র পদে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

Link copied!