কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২১, ০৬:৩৪ পিএম

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা দায়ের

কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাসকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাত সোয়া ১২টার দিকে ১১ জনের নাম উল্লেখ করে নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন মামলাটি দায়ের করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন-  কুমিল্লা নগরের সুজানগর বৌ বাজার এলাকার শাহ আলম (২৮), নবগ্রাম এলাকার সোহেল ওরফে জেল সোহেল (২৮), সুজানগর পানির ট্যাংকি এলাকার মো. সাব্বির হোসেন (২৮), সুজানগর পূর্বপাড়া বৌ বাজার এলাকার সুমন (৩২), তেলিকোনা এলাকার আশিকুর রহমান ওরফে রকি (৩২), সুজানগর পূর্বপাড়া এলাকার আলম (৩৫), জিসান মিয়া (২৮), সংরাইশের মাসুম(৩৯), নবগ্রামের সায়মন(৩০) ও সুজানগরের রনি (৩২)।

মামলার এজাহারে বলা হয়, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা নগরের পাথুরিয়া পাড়া এলাকার থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে আসামিরা কাউন্সিলর মো. সোহেল, তাঁর সহযোগী হরিপদ সাহা, কাউন্সিলরের অনুসারী মাজেদুল হক, মো. রাসেল মিয়া, মো. জুয়েল মিয়া, আওয়াল হোসেন রিজু ও সোহেল চৌধুরীকে গুলি করে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে মৃত ঘোষণা করা হয়।

Link copied!