কুরবানীর গরু গোসল করাতে গিয়ে কিশোরের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ০৯:৩৫ পিএম

কুরবানীর গরু গোসল করাতে গিয়ে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালের পানিতে ডুবে নাবিল রহমান (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুলাই) দুপুরে শহরের কাউতলী এলাকার কুরুলিয়া খাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধারে করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নাবিল ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ও কাউতলী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে নাবিল কুরুলিয়া খালে তাদের কোরবানির গরুকে গোসল করিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নিজে গোসল করতে নামে। এ সময় সে খালের পাড়ে থাকা স্লাপে পা পিছলে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তবে তাদের ডুবুরি দল না থাকায় কিশোরগঞ্জ জেলা থেকে ডুবুরি দল এসে খাল থেকে নাবিলের মরদেহ উদ্ধার করে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!