কুসিক নির্বাচন: মনোনয়নবঞ্চিত ১৩ প্রার্থীকে মাঠে নামাতে চায় আওয়ামী লীগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২২, ১১:০৬ পিএম

কুসিক নির্বাচন: মনোনয়নবঞ্চিত ১৩ প্রার্থীকে মাঠে নামাতে চায় আওয়ামী লীগ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ১৩ নেতার সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডি-৩ নম্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত। বৈঠকে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনী প্রচারণা শেষের তিন দিন আগে এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং অন্যরা।

গত ৫-১১ মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এতে ১৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দেন। এর মধ্যে ১৩ মে আরফানুল হক দলীয় মনোনয়ন পান। আরফানুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন অনুসারী। সভায় উপস্থিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা বলেন, ‘সভায় নৌকার পক্ষে সবাইকে এক সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে। ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!