কুসিক নির্বাচনে ইশতেহার দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ১২:৩৩ এএম

কুসিক নির্বাচনে ইশতেহার দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (ঘোড়া প্রতীক) মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ের ভেতরে তিনি ইশতেহার ঘোষণা করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

মেয়র নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন নিজাম উদ্দিন। ২০ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে নিজাম উদ্দিন তাঁর কর্ম পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। ১৩ দফা ইশতেহার হলো—নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার, সবার জন্য আবাসন, দুর্নীতি, কিশোর গ্যাং, মাদকসহ সামাজিক ব্যাধি নির্মূল ও নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, ২৪ ঘণ্টা অনলাইনে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পর্যটন ও বিনোদনকেন্দ্র স্থাপন, পরিচ্ছন্ন পরিবেশ, খাদ্য ও নগর কৃষি, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ। 

ইশতেহার ঘোষণার সময় নিজাম উদ্দিন বলেন, ‘আমি, আপনি, আমরা—এই আমরাই কুমিল্লা। আমাদের এগিয়ে যেতে হলে চাই নির্দিষ্ট লক্ষ্য, স্বচ্ছ পরিকল্পনা ও ভবিষ্যৎ চিন্তা। আমার ইশতেহারে সবকিছুর বিশদ বর্ণনা আছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক আমাকে স্পর্শ করতে পারেনি। তাই আমি ১৫ জুন ঘোড়া মার্কায় ভোট চাই। জিতলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা নগরী উপহার দেব।’

Link copied!