কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার সুখকর কিছু বয়ে আনবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৩, ০৪:২২ এএম

কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার সুখকর কিছু বয়ে আনবে না: ফখরুল

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় বাংলাদেশের মানুষের ক্ষতি হবে এবং এটি সুখকর কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব দাবি করেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে, প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সরকার। প্রটোকল প্রত্যাহারের এই সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দেবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর ফলপ্রসু হয়নি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন। এখন সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার করায় সংকট সৃষ্টি হবে। এটা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে।”

এসময় সরকারের উদ্দেশে তিনি আরও বলেন,“এ ঘটনায় বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। এটা সুখকর কিছু বয়ে আনবে না।”

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, উপস্থিত ছিলেন।

Link copied!