কোথায় কত দুর্নীতি হয়েছে স্পষ্ট তথ্য দেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৩, ০৩:২০ এএম

কোথায় কত দুর্নীতি হয়েছে স্পষ্ট তথ্য দেন: প্রধানমন্ত্রী

মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ করে কোথায়, কত দুর্নীতি হয়েছে তার স্পষ্ট তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় সংসদে মোকাব্বির খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সম্পূরক প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায়, কত দুর্নীতি হয়েছে, সেই কথাটা তাঁকে এখানে স্পষ্ট বলতে হবে; যার জবাব আমি দেব।’

এর আগে মোকাব্বির খান মেগা প্রকল্প ও কুইক রেন্টালসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ করেন। সম্পূরক প্রশ্নে মোকাব্বির খান বলেন, আমাদের অর্থনীতিতে আজকের সংকটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই কেবল দায়ী নয়, আমাদের অভ্যন্তরীণ অনেক বিষয় আছে। আর্থিক খাতে বিশৃঙ্খলা, মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট এবং বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের ইনডেমনিটি- এ রকম অনেক কিছুই দায়ী। এর ফলাফল কী হয়েছে? ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনজীবিকা ‍দুর্বিষহ।

মোকাব্বির বলেন, বিদ্যুতের দাম সমন্বয় করা নিয়ে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত। সরকার বিদ্যুতের দাম বাড়ানোর অঙ্কটা বলেনি। কারণ, এটি বললে সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে। তিনি জানতে চান, নির্বাচনী বছরে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না—এই বিষয়ে আশ্বস্ত করা হবে কি না। আর বিগত বছরে ইনডেমনিটির সুযোগ নিয়ে যেসব কুইক রেন্টাল হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটেছে, তাদের ওপর ৫০ শতাংশ ‘উইন্ডফিল্ড ট্যাক্স’ আরোপ করা হবে কি না।

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনেছিল। তারা প্রমাণ করতে পারেনি। কানাডার ফেডারেল কোর্টের মামলার রায়েই বলা হয়েছে, সব অভিযোগ মিথ্যা। কোনো অভিযোগ সত্য নয়, সব ভুয়া। দুর্নীতি যদি সত্যিই হতো, তাহলে এত অল্প সময়ে এসব প্রকল্পের কাজ কি শেষ হতো?

নিজ দলের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা দখলকারী, মিলিটারি ডিকটেটরের পকেট থেকে জন্ম নেয়নি, আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে। কাজেই আমাদের শিকড় অনেক দূর প্রোথিত আছে।

Link copied!