ক্যান্সারের কাছে হেরে গেলেন ঢাবি শিক্ষক জামাল খান

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:১৩ পিএম

ক্যান্সারের কাছে হেরে গেলেন ঢাবি শিক্ষক জামাল খান

দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল খান মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সহযোগী অধ্যাপক মো. জামাল খানের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফাজরীন হুদা। তিনি এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাবি’র ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজনীন আফরোজ মো. জামাল খানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

ড. নাজনীন বলেন, ‘দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক জামাল খান ক্যানসারে আক্রান্ত ছিলেন। একমাস ধরে তিনি ল্যাবএইড হাসাপাতালে ভর্তি। শেষের দিকে অবস্থা খুব খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

এদিকে সহযোগী অধ্যাপক মো. জামাল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড মো. আখতারুজ্জামান। এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, “মো. জামাল খান ছিলেন প্রগতিশীল চিন্তা-চেতনার একজন মেধাবী শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ভূগোল ও পরিবেশ বিষয়ক শিক্ষা প্রসারে ও মৌলিক গবেষণায় এই শিক্ষকের অনেক অবদান রয়েছে।”


Link copied!