খুলনায় বিভাগীয় সমাবেশ আজ, সফল করতে মরিয়া বিএনপি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২২, ২০২২, ০২:৪৫ পিএম

খুলনায় বিভাগীয় সমাবেশ আজ, সফল করতে মরিয়া বিএনপি

সাংগঠনিক শক্তি জোরদার করার কার্যক্রমের অংশ হিসেবে শনিবার খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। এদিন বেলা আড়াইটা থেকে বিভাগীয় গণসমাবেশ শুরু হবে। তবে গণপরিবহন বন্ধ থাকায় শুক্রবার  থেকেই খুলনার ১০টি জেলা থেকে নেতাকর্মীরা যে যেভাবে পারে এসে পৌঁছেছেন। অনেকে আসছেন। জায়গা না থাকায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে এবং সোনালী ব্যাংক চত্বরেই অবস্থান নেন নেতাকর্মীরা।

বিএনপি নেতারা মহাসমাবেশ সফল করতে মরিয়া হয়ে কাজ করছেন।মঞ্চ যাতে ভেঙ্গে না দেয় সেজন্য খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতেই খুলনার সমাবেশ স্থলে উপস্থিত হন। নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে শুক্রবার রাত ১০টার কিছু আগেই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু হলে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি সেখানে উপস্থিত হন।

এসময় বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, গণসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। খুলনার সঙ্গে ১৮টি রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে, লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। তারপরও খুলনায় গণসমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ জনস্রোতে পরিণত হবে।

বিএনপি নেতাদের অভিযোগ, খুলনার মহাসমাবেশ বাঁধাগ্রস্ত করতে অপকৌশল নিয়েছে সরকার। তারা দলীয় নেতাকর্মীদের বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালাচ্ছে। পুলিশ গত তিন দিনে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। সমাবেশ বানচাল করতে খুলনাগামী গণপরিবহন বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।  

এদিকে, সমাবেশের সমর্থনে শুক্রবার সন্ধায় বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর শাখা বিএনপি। মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় এলাকার বিএনপির সমাবেশস্থল অতিক্রমের সময় সড়কের দুই পাশের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে আমাদের নেতা-কর্মীদের লাগানো অসংখ্য ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।’

তবে এই অভিযোগ অস্বীকার করে খুলনা মহানগর শাখা যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ গণমাধ্যমকে বলেন, “আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কারও হাতে লাঠি পর্যন্ত ছিল না। কারা বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়েছে জানি না। তারা যুবলীগ, ছাত্রলীগের কেউ না। এটা বিএনপির মিথ্যা অপপ্রচার।”

খুলনা জেলা ও মহানগর শাখা বিএনপির নেতারা জানান, নেতাকর্মীদের বলেছি শত উস্কানি উপেক্ষা করে আমরা খুলনা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করব। যেকোনোভাবে যেকোনো উপায়ে শনিবারের সমাবেশ আমরা সফল করব। এ সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ জনস্রোত হিসেবে পরিগণিত হবে।’

Link copied!