খুলনায় মন্দির থেকে ১৮ টি তাজা বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২১, ০৬:৫৭ এএম

খুলনায় মন্দির থেকে ১৮ টি তাজা বোমা উদ্ধার

খুলনার একটি মন্দিরের প্রবেশ পথ থেকে ১৮ টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

কালো টেপ দিয়ে মোড়ানো সক্রিয় এই বোমাগুলো নগরীর রূপসা মহাশশ্মান কালী মন্দিরে প্রবেশ পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পাওয়া যায়। পরে সন্ধ্যা ৭ টা নাগাদ র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট সবগুলো বোমা নিস্ক্রিয় করে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি আরো বলেন, খবর পাওয়ার পর সেখানে র‌্যাবের একটি দলকে পাঠানো হয়। তারা সেখান থেকে একটি ব্যাগে থাকা ১৮ টি বোমা উদ্ধার করে। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদেস্যদের সেখানে পাঠালে তারা নিরাপদেই বোমাগুলো নিস্ক্রিয় করেন।

মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী জানান, তিনি অন্য একটি মন্দির থেকে ফেরার পথে মন্দিরের গেটে র‌্যাব সদস্যদের দেখতে পান। পরে তারাই তাকে বোমা পাওয়ার বিষয়টি অবগত করেন।

এদিকে, বোমা পাওয়ার পরপরই ভক্তদের মন্দিরে প্রবেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর তা আবার খুলে দেওয়া হয়।

র‌্যাব-৬ এর পরিচালক বলেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এই ঘটনায় যারা জড়িদ তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মন্দিরে ঢোকার পথে একটি চেক পোস্ট বসিয়েছেন। এছাড়াও ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

Link copied!