খুশিতে মোটরসাইকেল কিনে দিলেন দাদা, পরদিন নাতির গেল প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:১৫ পিএম

খুশিতে মোটরসাইকেল কিনে দিলেন দাদা, পরদিন নাতির গেল প্রাণ

এবারই এসএসসি পাস করেছে ১৭ বছরের ফারহান আঞ্জুম মাফি। ভর্তিও হয়েছে কলেজে। আর এ খুশিতে নাতিকে শখের মোটরসাইকেল কিনে দিয়েছিলেন দাদা। সেই মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হলো মাফি। মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টা না যেতেই মাফির মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার রাত ৯টার দিকে কুমিল্লার গোমতী নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফি কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার কবি দীপ্র আজাদ কাজলের ছেলে ও নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতরা হল, নগরীর বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. রাজু ও নজরুল অ্যাভিনিউ এলাকার আমিন মিয়ার ছেলে কুমিল্লা মডার্ন স্কুলের দশম শ্রেণির ছাত্র ইফতি।

Cumilla

মাফির মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে বের হয় মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়তে পারেন

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি চেয়ারম্যান প্রার্থীর

নিহতের বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করে নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয় মাফি। নাতি কলেজে ভর্তি হওয়ার খুশিতে ২৬ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল কিনে দেন তার ছোট দাদা। মোটরসাইকেল পেয়ে খুশিতে দুই বন্ধুকে নিয়ে রবিবার সন্ধ্যায় গোমতীর পাড় ঘুরতে যায় মাফি। রাত ৯টার দিকে ফেরার পথে বিবির বাজার রোডে কালাপীর মাজারের সামনের আইল্যান্ডে এলে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তারা তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Link copied!