গণভবনে চলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৯, ২০২১, ০৬:২৫ পিএম

গণভবনে চলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক

গণভবনে চলছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

প্রায় ১ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে যেসব বিষয় আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে সেগুলো হলো, তৃণমূলকে চাঙ্গা করা, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন, দলীয় কোন্দল নিরসন, মেয়াদ উত্তীর্ন জেলা-উপজেলা এবং অন্যান্য কমিটির বিষয়ে আলোচনা করা হতে পারে এই অনুষ্ঠানে। এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে শোক প্রস্তাব ও বিভিন্ন দিবস পালনের অনুমোদন।

এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন জাতীয় সম্মেলন, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তৃণমূলকে চাঙা করতে আজকের বৈঠক থেকে নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরাম।

এদিকে আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা জানিয়েছেন, এ বৈঠকে সারা দেশের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হবে।

স্বাস্থ্য সুরক্ষা মেনে আজকের এ বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর ১০ জন সদস্য, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য ও সকল সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০ জন উপস্থিত রয়েছেন।

এর আগে গত বছরের ৩ অক্টোবর সীমিত আকারে কার্যনির্বাহী কমিটির বৈঠকে মোট ৮১ সদস্যর মধ্যে মাত্র ৩২ জন সদস্য উপস্থিত ছিলেন।

Link copied!